উপসর্গ কাকে বলে? উপসর্গ কত প্রকার ও কী কী? উদাহরণ দাও।
📘✨ উপসর্গ ✨📘
প্রশ্ন: উপসর্গ কাকে বলে? উপসর্গ কত প্রকার ও কী কী? উদাহরণ দাও।
🌿 উপসর্গ:
যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু বা শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়,
তাদের বলা হয় উপসর্গ।
🔹 উদাহরণ: প্র, পরা, পরি, নির ইত্যাদি।
🏵️ উপসর্গের শ্রেণিবিভাগ:
বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার —
১️⃣ খাঁটি বাংলা উপসর্গ
২️⃣ সংস্কৃত উপসর্গ
৩️⃣ বিদেশি উপসর্গ
🌸 ১. খাঁটি বাংলা উপসর্গ:
মোট ২১টি 👉
অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আর, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা
🔹 প্রয়োগ:
অ — অবহেলা, অকাজ
কু — কুকথা, কুকাজ
🔱 ২. সংস্কৃত উপসর্গ:
মোট ২০টি 👉
প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ
🔹 প্রয়োগ:
প্র — প্রচার, প্রসার
উপ — উপদেশ, উপকার
🌍 ৩. বিদেশি উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত কিছু বিদেশি উপসর্গ 👉
বে, বর, বদ, ফি, গর, নিম, দর, কাম ইত্যাদি
🔹 প্রয়োগ:
বে — বেয়াদব, বেসামাল
বদ — বদলোক, বদনাম
💬 উপসংহার:
উপসর্গ যোগে শব্দের অর্থে পরিবর্তন আসে, ফলে ভাষা হয় আরও সমৃদ্ধ, অর্থবহ ও প্রাণবন্ত। ❤️🇧🇩
✍️ Created By:
Bidhan Chandra Roy
🎓 University of Rajshahi
#বাংলা_ভাষা #উপসর্গ #বাংলা_শিক্ষা #Grammar #Education #BanglaLearning

No comments