ড. মুহাম্মদ ইউনুস চাকরি প্রত্যাশীদের জন্য জেনে রাখা ভালো ?
ড. মুহাম্মদ ইউনুস
১।
ড. মুহাম্মদ ইউনুস এর জন্মস্থান কোথায়?
ক. চট্টগ্রাম খ.
ঢাকা
গ.
নরসিংদী ঘ.
গাজীপুর
উত্তর: ক
২।
ড. মুহাম্মদ ইউনুস কোন সালে জন্মগ্রহণ
করেন?
ক. ১৯৩৯ সালে খ.
১৯৪০ সালে
গ.
১৯৪১ সালে ঘ.
১৯৪২ সালে
উত্তর: খ
৩।
ড. মুহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় থেকে
অর্থনীতিতে অনার্স করেছেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
উত্তর: ক
৪।
ড. মুহাম্মদ ইউনুস কোন সালে শান্তিতে নোবেল পুরুস্কার
লাভ করেন?
ক. ২০০৪ সালে খ. ২০০৫ সালে
গ. ২০০৬সালে ঘ. ২০০৮সালে
উত্তর: গ
৫।
ড. মুহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরুস্কার লাভ করেন ?
ক. ১৯৮৪ সালে খ.
১৯৮৭ সালে
গ. ১৯৮৮ সালে ঘ.
১৯৯০ সালে
উত্তর: খ
৬।
ড. মুহাম্মদ ইউনুস ‘র্যামন ম্যাগসেসে’ পুরস্কার লাভ করেন কোন
সালে?
ক. ১৯৮৪ সালে খ.
১৯৮৭ সালে
গ. ১৯৮৮ সালে ঘ.
১৯৯০ সালে
উত্তর: ক
৭।
ড. মুহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে
“ ইন্দিরা গান্ধী শান্তি পুরুস্কার “ লাভ করেন কত সালে ?
ক. ১৯৭৮
সালে খ. ১৯৮৪
সালে
গ. ১৯৮৭
সালে ঘ. ১৯৯৮
সালে
উত্তর: ঘ
৮।
কোন সালে গ্রামীণ ব্যাংক
প্রতিষ্ঠা করা হয়?
ক. ১৯৭৬ সালে খ.
১৯৮০ সালে
গ. ১৯৮৩ সালে ঘ.
১৯৮৫ সালে
উত্তর: গ
৯।
ড. মুহাম্মদ ইউনুস, অলিম্পিক লরেল পুরুস্কার লাভ করেন কোন
সালে?
ক. ২০১৯ সালে খ.
২০২০ সালে
গ. ২০২১ সালে ঘ.
২০২২ সালে
উত্তর: গ
১০।
ড. মুহাম্মদ ইউনুস মানব
মর্যাদা , সমতা এবং ন্যায়বিচার এর জন্য ২০২১ সালে কন পুরুস্কার লাভ করেন ?
ক. অলিম্পিক লরেল খ.
চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ
গ. র্যামন ম্যাগসেসে ঘ.
গোল্ডেন বিয়াটেক অ্যাওয়ার্ড
উত্তর: খ
১১।
ড. মুহাম্মদ ইউনুস এর প্রতিষ্ঠিত ব্যাংকটির
নাম কী?
ক. গ্রামীণ ব্যাংক
খ. বাংলাদেশ ব্যাংক
গ. জনতা ব্যাংক
ঘ. অগ্রণী ব্যাংক
উত্তর: ক
১২।
ড. মুহাম্মদ ইউনুস এর রাজনৈতিক দলের নাম কি ?
ক. নাগরিক
শক্তি খ.
নাগরিক পার্টি
গ. নাগরিক জনসক্তি ঘ. নাগরিক মঞ্ছ
উত্তর: ক
১৩।
ড. মুহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
ক. ব্যাংকার টু দ্য পুওর
খ. দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে
গ. বিল্ডিং সোশ্যাল বিজনেস
ঘ. ওয়ার্ল্ড অফ পিস
উত্তর: খ
১৪।
‘Banker to the Poor’ গ্রন্থটি
প্রকাশিত হয় কোন সালে?
ক. ১৯৯৯ সালে খ.
২০০০ সালে
গ. ২০০১ সালে ঘ.
২০০২ সালে
উত্তর: ক
১৫। A World of Three Zeros:
The New Economics of Zero Poverty, Zero Unemployment,
and Zero Net Carbon Emissions গ্রন্থটি
ড. মুহাম্মদ ইউনুস কত সালে প্রকাশ
করেন?
ক. ২০১৫ সালে খ.
২০১৬ সালে
গ. ২০১৭ সালে ঘ.
২০১৮ সালে
উত্তর: গ
১৬।
সামাজিক ব্যবসার ধারণা কে প্রবর্তন করেন?
ক. মুহাম্মদ ইউনুস
খ. হেনরি ডানান্ট
গ. পিটার ড্রাকার
ঘ. অ্যাডাম স্মিথ
উত্তর: ক
১৭।
কংগ্রেশনাল মেডেল পান কত সালে ?
ক. ২০০৮ সালে
খ. ২০১০ সালে
গ. ২০১৬ সালে
ঘ. ২০১৮ সালে
উত্তর: খ
১৮।
চীনের পিকিং বিশ্ববিদ্যালয় তাকে
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে কত সালে ?
ক. ২০২০ সালে খ.
২০২১ সালে
গ. ২০২৩ সালে ঘ.
২০২৫ সালে
উত্তর: ঘ
১৯।
ড. মুহাম্মদ ইউনুস কোন অলিম্পিক এ মসাল বহন করেন?
ক. টোকিও খ. প্যারিস
গ. বেইজিং ঘ.
লন্ডন
উত্তর: ক
২০।
কোন সালে ড. মুহাম্মদ
ইউনুস মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে
কি গঠন করেন?
ক. বাংলাদেশ এইড
খ. বাংলাদেশ ইনফর্মেশন সেন্টার
গ. ইউনুস সেন্টার
ঘ. মুক্তিযুদ্ধ কাম্পাইন
উত্তর: খ


No comments