বিসিএস প্রিলির পাশাপাশি রিটেনের প্রস্তুতি নেবেন যেভাবে

 বিসিএস প্রিলির পাশাপাশি রিটেনের প্রস্তুতি নেবেন যেভাবে

অনেকেই বিসিএসের জন্য শুধু প্রিলিমিনারির প্রস্তুতি নিয়ে থাকেন। কিন্তু যারা কাঙ্ক্ষিত ক্যাডার পেতে চান; তাদের প্রিলিমিনারির পাশাপাশি রিটেনের প্রস্তুতিও নেওয়া উচিত। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান মৃধা—

১. রিটেনের প্রস্তুতি যেহেতু প্রিলির চেয়ে অনেকটাই আলাদা; সেহেতু কিছু কাজ প্রথম থেকেই শুরু করা উচিত।

২. প্রতিদিন একটি বাংলা পত্রিকা এবং একটি ইংরেজি পত্রিকা দেখতে থাকুন। অনলাইন ভার্সন হলেও সমস্যা নেই। পত্রিকা পড়ার সময় হাতের কাছে কাগজ-কলম রাখবেন।

৩. অর্থনৈতিক সমীক্ষা সংগ্রহ করে ফেলুন।

৪. একটি ম্যাপের বই কিনে ফেলুন।

৫. পেপার কাটিংয়ের অভ্যাস গড়ে তুলুন।

৬. হাতের কাছে ইন্টারনেট কানেকশন রাখুন। টপিক অনুসারে তথ্য সংগ্রহ করতে গুগলের সহায়তা নিন।

৭. তথ্য সংগ্রহ করে রাখার জন্য কিছু নোটখাতা রেডি রাখুন।

৮. কিছু বেসিক বই কালেকশন করে রাখুন।

৯. কোন বিষয়ের জন্য কোন প্রকাশনীর বই ভালো, সে বিষয়ে খোঁজ নিন।

১০. ইংরেজি পত্রিকা পড়ে তার বাংলা অনুবাদ করার চেষ্টা করুন।

১১. সংবিধানের বিশ্লেষণ বিষয়ক বই সংগ্রহে রাখুন।

১২. সম্পাদকীয় পরিক্রমা বিষয়ক বই, যেখানে প্রতি মাসের গুরুত্বপূর্ণ সম্পাদকীয় থাকে। এ জাতীয় বই সংগ্রহে রাখুন।

১৩. পড়ার রুটিন তৈরি করে ফেলুন।

১৪. বিজ্ঞানের জন্য নবম-দশম শ্রেণির বেসিক বিজ্ঞান বই এবং কম্পিউটার অংশের জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির কম্পিউটার বই সংগ্রহে রাখুন।

১৫. পুরাতন রিটেন গাইড বই সংগ্রহ করে প্রশ্নের ধারা সম্পর্কে ধারণা নিতে পারেন।

১৬. ভালো ক্যাডার পেতে হলে অবশ্যই ভালো নাম্বার পেতে হবে। এ মানসিকতা নিয়ে যতটা সম্ভব নিজের প্রস্তুতিকে ইউনিক করার জন্য কঠোর পরিশ্রম শুরু করতে থাকুন।

লেখক: সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসইউ/এএসএম

No comments

Theme images by bluestocking. Powered by Blogger.