Job ও Career এর প্যাঁচ।SuggestionBD24

Job ও Career এর প্যাঁচ।SuggestionBD24

career-vs-job
career-vs-job


Job 
চাইনাকি Career Building করতে চাই

কয়েকটা বলব না, বলব, কমপক্ষে তিনটা বেশ ভারী সার্টিফিকেট নীল রংয়ের একটা ফাইলে বন্দি করে আমরা বলি যে, ‘চাকরি চাই; চাকরি দিতে হবে।’ কিন্তু আমরা অনেকেই জানি না, এমনকি আমি নিজেও কিছুকাল আগ-পর্যন্ত জানতাম না যে, ‘চাকরি’ যার ইংরেজি প্রতিশব্দ `JOB’ – আসলে কী? এর সাথে আবার যদি কেউ ‘CAREER’ শব্দটা যোগ করে দেয় তাহলে তো একেবারে গিট্টু লেগে যায়।
আসুন না, কিছুক্ষণের জন্য একটু Intellectual, যার সোজা-সাপ্টা বাংলা – চোখে চশমা মুখভার করা ‘আঁতেল’ হয়ে যাই। যে সকল বিজ্ঞানীরা পরমানুকে পর্যন্ত ভেঙ্গে ইলেক্ট্রন, প্রোটন ও নিউট্রন এই তিনটা আনুবীক্ষণিক কণায় টাঙিয়ে দিয়েছেন, তাদের হাতে যদি JOB কে ছেড়ে দেই, তারা বলবে –
JOB হচ্ছে Join Other’s Business।
I’m damn sure, `Right they are!’

What is Job

কোন প্রতিষ্ঠান, হোক সে সরকারী বা বে-সরকারী, কাজ হচ্ছে কামলা খাটা।কারণ হয়ে দাঁড়ায়, খুবই Narrow Sense এ পেট চালানোর জন্য উপার্জন করা; মাস শেষে একটা এমাউন্ট হাতে আসা- যা দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বলে বা ‘জয় মা তারা’ বলে দিন পার করে দেয়া। আপনার ২২/২৪ বছরের পড়াশোনা আপনার পেটের মধ্যে ঢুকে গেল। আপনি হলেন কলুর বলদ। এই শব্দটাকে ব্যক্তিগতভাবে নেয়ার কোন কারণ নেই। আমি শুধু একটা Idiom এর সঠিক প্রয়োগ করেছি। একথা সত্য জানবেন যে, বাপের বড় ছেলে হচ্ছে জন্মসূত্রেই একজন মহামান্য কলুর বলদ।একটু ভিন্ন প্রসঙ্গে যাই-
আমার মোটা মাথায় Job বলতে প্রথমেই বুঝি ‘এক ধরণের শষ্য’। যা থেকে‘আঞ্চলিক বাংলায় ‘ছাতু’ তৈরি করা হয়।খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। গরুতেও খায়।মানুষেও খায়। বিড়ালে দেখলে একটু না শুঁকে ছাড়ে না। আগের কথায় ফিরে আসি-
Join Other’s Business যদি Job হয়, তাহলে Career কী?
‘ক্যারিয়ার কী- জানার আগে আমি Career বানান লিখতাম Carrier। যা অর্থ দাড়াতো ‘বহনকারী’। যেমন সাইকেলের ক্যারিয়ার। যেখানে অনায়াসে কাঁচের চুড়ি পড়া কাউকে বসিয়ে নিয়ে এই ঢাকা শহরেও চক্কর মারা যায়। কড়া ব্রেক মারলেও খুব বেশি ভাললাগার সুযোগ নেই। কেননা, ভুলভাবে মারা কড়া ব্রেকে একমাত্র প্রেমিকা পালিয়ে যেতে বাধ্য হয়েছে অনেকের। তাই বলি-
আঁতেলীয় ভাষায় ক্যারিয়ার হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা বা জীবনযাত্রার লক্ষ্যের দিকে এগিয়ে চলা।
কিছু বোঝা গেল? কাঁচকলা বোঝা গেল!!!
বলছিশুনুন!!!

What is Career

Career হচ্ছে আপনার সমগ্র জীবন। আপনার ছোট থেকে আস্তে আস্তে বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে আপনি যা করতে পছন্দ করেন, আপনার ব্যক্তিত্ব এবং আপনার ভেতরের জাগরিত শক্তি, পরিকল্পনা, শিক্ষা ও প্রশিক্ষণের এক বিশাল সমন্বয় যা আপনাকে আপনার “পছন্দের ভবিষ্যতের একটি ‘আমি’র ছবি” দেখাবে। যাকে Management এর ভাষায় বলতে পারি Vision । যেখানে পৌছতে গেলে আপনার Mission, goals, Strategy এবংTactics সবগুলো Fulfill করতেই হবে। মেনে নিতে কষ্ট হলেও সত্য যে, অনার্স পাশের আগ-পর্যন্ত আমরা অনেকেই জানতামই না যে, What is Career? আমাদের পারিপাশ্বিক চাপ, পরিবারের আর্থিক ক্ষমতা, একপাল ভাই-বোন ও বাবা-মায়ের ইচ্ছাই ছিল আমাদের ‘Set Goal বা Set Career বা আরও ছোট অর্থে Set Job’। তাদের অতৃপ্তবাসনা – সৈনিক বা শিক্ষক বা পুলিশ বা ব্যাংকার ইত্যাদি’ না হতে পারাটাই আমাদের জীবনের লক্ষ্য। It’s a tragedy or irony of fate!

Track Change

তাই, যার ডাক্তার হয়ে চিকিৎসা বিজ্ঞানে যুগান্তরকারী পবিরর্তন আনার কথা ছিল; যার ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল; যার বিজনেস ম্যাগনেট হওয়ার কথা ছিল; যার বিজ্ঞানী হওয়ার কথা ছিল; যার লেখক হওয়ার কথা ছিল; যার ছাত্রদের আদর্শ শিক্ষক হওয়ার কথা ছিল; যার গবেষক হওয়ার কথা ছিল; যার অর্থনীতিবিদ হওয়ার কথা ছিল; যাদের পিছনে সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, নির্বোধ জনগণের ট্যাক্সের টাকায় তারা সুনীলের বরুনার মত কথা না রেখে, ট্রাক চেঞ্জ করে ফেলছে। সময়টা যেন এমন না হয়ে যায় যে, একজন রোগীকে অপারেশনের জন্য একজন ম্যাজিস্ট্রেটের কাছে ছুটতে হচ্ছে; বড় বড় স্থাপনার ডিজাইনের জন্য কাস্টমস অফিসারের কাছে ধরনা দিতে হচ্ছে; অংকের সমাধানের জন্য যেতে হচ্ছে পোস্ট অপিসে; অর্থনীতিবিদ পুলিশের গাড়িতে করে আসামী দাবড়িয়ে বেড়াচ্ছে।
ট্র্যাক চেঞ্জ করে চাকরি হয় তো করছে। কিন্তু সবার কী ক্যারিয়ার বিল্ডিং হয়েছে, বা হবে? উত্তর হচ্ছে- না। কেননা, এখানে Working hard for something we don’t care about is called stress; working hard for something we love is called passion।Passion ছাড়া শুধু কঠোর পরিশ্রম দিয়ে চাকরি সম্ভব, কিন্তু ক্যারিয়ার বিল্ডিং নয়। ক্যারিয়ার বিল্ডিং মানে আমি একটা প্রতিষ্ঠানের Topmost Position এ বসে আছি কিন্তু ‘আমাকে অনুসরণ করতে পার’- এরকম Personality হতে পারিনি। তাহলে আমি শুধু ব্রিটিশ ‘চাকর’ ছাড়া আর কিছুই হতে পারিনি।

কী হবে

তাই যদি Job আর Career এর মধ্যে পার্থক্যটা ধরতে না পারি তাহলে জীবনটা হবে-
আমার লাইন হইয়া যায় আঁকাবাঁকা, ভাল না হাতের লেখা
যদিও আসো বাঁশবাগানে আর হবে না দেখা।
ধন্যবাদ সবাইকে । ভাল লাগলে লাইক, কমেন্ট করতে পারেন ।

No comments

Theme images by bluestocking. Powered by Blogger.