আজকে আমি রসায়নের পর্যায় সারণীর গ্রুপ,অর্ধপরিবাহী,ম্যাক্রো মিনারেল ইত্যাদি বিষয়ের উপর কিছু ছন্দ দিব

আজকে আমি রসায়নের পর্যায় সারণীর গ্রুপ,অর্ধপরিবাহী,ম্যাক্রো মিনারেল ইত্যাদি বিষয়ের উপর কিছু ছন্দ দিবো,
যাতে আপনারা বিষয় গুলো সহজে মনে রাখতে পারেন।
তো আর কথা না বলে শুরু করি।

গ্রুপ ১ এর ক্ষেত্রে:-
ছন্দ ১:-হায় লিনা কে রুবি সাজাবে ফ্রান্সে।
গ্রুপ IA(1)ছন্দ
Hহায়
Liলি
Naনা
Kকে
Rbরুবি
Csসাজাবে
Frফ্রান্সে
গ্রুপ ২ এর ক্ষেত্রে:-
ছন্দ ২:-বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাইরে রাখো।
গ্রুপ IIA(2)ছন্দ
Beবিরিয়ানি
Mgমোগলাই
Caকাবাব
Srসরিয়ে
Baবাইরে
Raরাখো
গ্রুপ ১৩ এর ক্ষেত্রে:-
ছন্দ ৩:-বাবর আলী গেলো ইন্ডিয়া ট্যুরে।

গ্রুপ IIIA(13)ছন্দ
Bবাবর
Alআলী
Gaগেলো
Inইন্ডিয়া
Tiট্যুরে
গ্রুপ ১৪ এর ক্ষেত্রে:-
ছন্দ ৪:-কাদলে শার্ট গেণ্জ্ঞি পাবে।
গ্রুপ IVA(14)ছন্দ
Cকাদলে
Siশার্ট
Geগেন্জ্ঞি
Snপাবে
Pbফিরে
গ্রুপ ১৫ এর ক্ষেত্রে:-
ছন্দ ৪:-নায়িকা পুর্ণিমা গেলো শাবানার বাসায়।
গ্রুপ VA(15)ছন্দ
Nনায়িকা
Pপূর্ণিমা
Asগেলো
Sbশাবানার
Biবাসায়
গ্রুপ ১৬ এর ক্ষেত্রে:-
ছন্দ ৬:-ও এস এসসি তে পড়ে।
গ্রুপ VIA(16)ছন্দ
O
Sএস
Seএসসি
Teতে
Poপড়ে
গ্রুপ ১৭ এর ক্ষেত্রে:-
ছন্দ ৬:-ফেল করলেও বাড়িতে আজ আসতাম।
গ্রুপ VIIA(17)ছন্দ
Fফেল
Clকরলেও
Brবাড়িতে
Iআজ
Atআসতাম
গ্রুপ ১৮ এর ক্ষেত্রে:-
ছন্দ ৮:-হেনা আর করিম যাবে রমনায়।
গ্রুপ 0 (18)ছন্দ
Heহে
Neনা
Arআর
Krকরিম
Xeযাবে
Reরমনায়

No comments

Theme images by bluestocking. Powered by Blogger.