Bcs written syllabus সাথে BANK : কী পড়ব, কোথা থেকে কতটুকু

Bcs written syllabus সাথে BANK : কী পড়ব, কোথা থেকে কতটুকু | 

bcs-written-syllabus

Bcs written syllabus সাথে প্রিলি ও Bank preparation:

কী পড়ব, কোথা থেকে পড়ব, কতটুকু পড়ব 

Bcs written syllabus pdf লিখে গুগলে সার্চ দিলেই আপনি সিলেবাসটা পেয়ে যাবেন। পেয়ে যাবেন মোটামুটিভাবে কী পড়তে হবে। শুধু পাবেন না কোথা থেকে পড়তে হবে এবং কতটুকু পড়তে হবে। লেখাটা এবিষয়েই।

bcs written syllabus আপনার সার্বিক preparation

Suggestionbd24 এর পক্ষ থেকে  BCS written syllabus কে পিএসসি এর বিগত ১০ থেকে ৩৮তম বিসিএস এবং ব্যাংকের প্রিলি ও রিটেনের আলোকে একটা কম্বাইন্ড syllabus প্রস্তুত করা হয়েছে। সিলেবাসটা সাজানো হয়েছে এমনভাবে যাতে আপনার বিগত বছরগুলোর বিশেষ করে, ১০ থেকে ৩৯তম BCS  question and answer(বাছাই করা)সহ এর সাথে রিলেটেড বিষয়গুলোর কতটুকু পড়তে হবে তা পেয়ে যাবেন, সেইসাথে কাভার হয়ে যাবে আপনার BCS written syllabus। শুধু তাই নয়, ব্যাংকসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আপনার SUGGESTIONBD24 থেকেই ফুলপ্রুফ হয়ে যাবে। মূলকথা হচ্ছে, preparation সবসময় নিতে হবে রিটেনের, যাতে প্রিলি এমনিই হয়ে যায়। তো কষ্ট করে একবার বিসিএস রিটেনের প্রিপারেশন নিবেন এরপর শুধু পরীক্ষা দিবেন আর টিকবেন।
বিশেষভাবে স্মরণযোগ্য, এই সিলেবাসটির লিংকগুলো প্রতিনিয়ত আপডেট করা হবে। তাই সাথে সাথেই নোটিফিকেশন পাওয়ার জন্য মন চাইলে নোটিফিকেশন subscribe করে নিতে পারেন।

আগে Marks Distribution টা দেখে নিন

ক্রম

বিষয়

মার্কস

বাংলা (ভাষা ও সাহিত্য)(বিস্তারিত নিচে দেখুন)৩৫
ইংরেজী(ভাষা ও সাহিত্য)
(বিস্তারিত নিচে দেখুন)
৩৫
গাণিতিক যুক্তি১৫
মানসিক দক্ষতা১৫
বাংলাদেশ বিষয়াবলী৩০
আন্তর্জাতিক বিষয়াবলী২০
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা১০
বিজ্ঞান১৫
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি১৫
১০নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন১০
২০০

কোথা থেকে কী পড়বেন, কতটুকু পড়বেন: বাংলা

১। মাধ্যমিক বাংলা ব্যাকরণ(৯ম-১০ম শ্রেণী)
২। বাগধারা- সমর পাল
৩। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর
৪। লাল নীল দীপাবলি- হুমায়ূন আজাদ (যা পড়বেন)
৫। যে কোন গাইড বই
ক্যাটাগরিযা পড়বেন
প্রিলি(বিসিএস ও ব্যাংক)রিটেন
 ১. ভাষাযা সম্পর্কে জানতে হবেহ্যান্ডনোট অাপলোড করা হবে।
১। উৎসসহ প্রবাদ-প্রবচন

ভাষা ও শব্দের শ্রেণিবিভাগ ***বাক্যশুদ্ধি, প্রয়োগ-অপপ্রয়োগ***
পদবানান
ধ্বনি ও বর্ণ***বিপরীত শব্দ
প্রত্যয় সন্ধি বিচ্ছেদ***
বাক্যসমার্থক শব্দ
এক কথায় প্রকাশ***পারিভাষিক শব্দ***
২. সাহিত্য১. প্রাচীন যুগ(চর্যাপদ)হ্যান্ডনোট অাপলোড করা হবে
২. মধ্যযুগ
যা সম্পর্কে জানতে হবে
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যমুসলিম সাহিত্য
মঙ্গলকাব্যঅনুবাদ সাহিত্য
বৈষ্ণব পদাবলীগীতিকা
৩. আধুনিক যুগ: জন্ম-মৃত্যু তারিখ/সাল, স্থান, উল্লেখযোগ্য রচনা, ছদ্মনাম/উপাধি, রচনাবলী, প্রাপ্ত পুরষ্কার, সম্পাদিত পত্র-পত্রিকার নাম, পত্রিকার ধরন, উল্লেখ্যযোগ্য গ্রন্থ, পুরষ্কারপ্রাপ্ত গ্রন্থ ইত্যাদি)
যাদের সম্পর্কে বেশি জানতে হবে
১. আখতারুজ্জামান ইলিয়াস***২৪. ফররুখ আহমদ
২. আবু ইসহাক২৫. বঙ্কিমচন্দ্র চট্রপাধ্যায়
৩. আবু জাফর ওবায়দুল্লাহ২৬. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
৪. আবুল মনসুর আহমদ২৭. মাইকেল মধূসুদন দত্ত
৫. আব্দুল্লাহ আল মামুন২৮. মানিক বন্দোপাধ্যায়
৬. আল ফজল২৯. মীর মশাররফ হোসেন
৭. আল মাহমুদ৩০. মুনীর চৌধুরী
৮. আলাউদ্দিন আল আজাদ৩১. রবীন্দ্রনাথ ঠাকুর
৯. আহসান হাবীব৩২. শওকত ওসমান
১০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর৩৩. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
১১. কাজী নজরুল ইসলাম৩৪. শামসুর রহমান
১২. কাজী মোতাহার হোসেন৩৫. সিকান্দার আবু জাফর
১৩. কায়কোবাদ৩৬. সুকান্ত ভট্রাচার্য
১৪. গোলাম মোস্তফা৩৭. সুফিয়া কামাল
১৫. জসীম উদ্দিন৩৮.  সেলিনা হোসেন
১৬. জাহানারা ইমাম৩৯. সেলিম আল দিন
১৭. জীবনানন্দ দাশ৪০. সৈয়দ ওয়ালিউল্লাহ
১৮. তারাশঙ্কর বন্দোপাধ্যায়৪১. সৈয়দ মুজতবা আলি
১৯. দীনবন্ধু মিত্র৪২. হাসান আজিজুল হক
২০. দ্বিজেন্দ্রলাল রায়৪৩. হাসান হাফিজুর রহমান
২১. নির্মলেন্দু গুণ৪৪. হুমায়ুন আজাদ
২২. প্যারীচাঁদ মিত্র৪৫. হুমায়ুন আহমদ
২৩. প্রমথ চৌধুরী৪৬. হুমায়ুন কবির

কোথা থেকে কী পড়বেন, কতটুকু পড়বেন: English

কোথা থেকে পড়বেন

১। English For Competitive Exam
২। COMMON MISTAKE by T.J Fitikidges
৩। A Passage to English Language & Grammar
৪। যে কোন গাইড বই
যা পড়বেন
রিটেন
প্রিলি(বিসিএস  ব্যাংক)
যা সম্পর্কে জানতে হবে
হ্যান্ডনোট অাপলোড করা হবে
SynonymsAntonyms
One Word SubstitutionSpellings
Parts of speechCorrections
idioms and phrasesRight forms of Verbs
যে সময়কাল সম্পর্কে জানতে হবে(Only BCS)
Elizabethan
Romantic
Victorian
যাদের সম্পর্কে বেশি জানতে হবে(Only BCS)
Alexander PopeP B Shelley
Christopher MarloweRudyard Kipling
Edmund SpenserS.T. Coleridge
G. B. ShawSir Walter Scott
Jane AustenTennyson
John KeatsW. B. Yeats
John MiltonWilliam Shakespeare
Jonathon SwiftWilliam Wordsworth

কোথা থেকে কী পড়বেন, কতটুকু পড়বেন: গাণিতিক যুক্তি


গাণিতিক যুক্তিযা পড়বেনযেখান থেকে পড়বেন
১. পাটিগণিতবাস্তব সংখ্যা
লসাগু ও গসাগু
শতকরা
সুদকষা
লাভ-ক্ষতি
অনুপাত-সমানুপাত
২. বীজগণিতবীজগাণিতিক সূত্রাবলী
বহুপদী উৎপাদক
সরল ও দ্বিপদী সমীকরণ
সরল ও দ্বিপদী অসমতা
সরল সহসমীকরণ
সূচক ও লগারিদম
সমান্তর ধারা
গুণোত্তর ধারা
সেট
বিন্যাস ও সমাবেশ
পরিসংখ্যান ও সম্ভাব্যতা
৩. জ্যামিতিরেখা
কোণ
ত্রিভূজ
চতুর্ভূজ
পিথাগোরাসের উপপাদ্য
বৃত্ত
পরিমিতি

No comments

Theme images by bluestocking. Powered by Blogger.